শ্রীনগরে বছরের প্রথম দিনে বই পায়নি পঞ্চম শ্রেণির প্রায় ৫ হাজার শিক্ষার্থী। তবে এই শ্রেণির প্রায় ৭শ’ হিন্দু শিক্ষার্থী তাদের ধর্মীয় বিষয়ের বই পেয়েছে। শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রয়েছে ৫ হাজার ৩শ’ ৫০ জন।
তাদের মধ্যে ৪ হাজার ৬শ’ ৫০ জন কোনো বই পায়নি। বাকি ৭শ’ হিন্দু শিক্ষার্থী তাদের ধর্মীয় বই পেয়েছে। অন্যান্য শ্রেণির মধ্যে প্রাক প্রাথমিকের ৪,৫০০ শিক্ষার্থী দুই বিষয়ের মধ্যে এক বিষয়ের বই পেয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৪,৫৫০ জন ও ৪,৮৫০ জন। তারা ৩ বিষয়ের মধ্যে এক বিষয়ের বই পেয়েছে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ৬ বিষয়ের মধ্যে বই পেয়েছে ৪ বিষয়ের। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে ৩ বিষয়ের।
সরকার বছরের প্রথম দিনকে বই উৎসব হিসেবে ঘোষণা করেছে। কিন্তু বই নিতে এসে তা না পেয়ে অনেক শিক্ষার্থীকে দেখা গেছে মন খারাপ করে বাসায় ফিরতে। শহিদুল ইসলাম নামে এক অভিবাবক জানান, সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কেন শিক্ষাথ্যীরা বই পেলো না তা খতিয়ে দেখা উচিত। শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন বলেন, আমরা যে বই পেয়েছি তা বিতরণ করেছি। পঞ্চম শ্রেণির শুধু হিন্দু ধর্মের বই এসেছে তদেরকে তা প্রদান করা হয়েছে। বই না পাওয়ায় বাকিদেরকে এক বিষয়েও বই দেয়া হয়নি। হয়তো এক সপ্তাহের মধ্যে বাকি বই চলে আসবে।