যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তার অনুসারীদের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।
দাবি আদায়ে তারা উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা মেরে দিয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় যবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে যায় আন্দোলনকারীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে এবং ভিসির বাসভবনে তালা দিয়ে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পরে এক সমাবেশে বক্তারা উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তালা খুলবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।