দৈনিক শিক্ষাডটকম, পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিভিএম ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের দেশের বাহিরে ইন্টার্নশিপ পোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পবিপ্রবিতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিন এর দশম সেমিস্টারে ইন্টার্নশিপ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ দেয়া হয়। তবে এ বছরই প্রথম দেশের বাহিরে (থাইল্যান্ড ও নেপাল) যাচ্ছে দশম সেমিস্টারের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদেশে ইন্টার্নশিপের উদ্বোধন ঘোষণা করেছেন এবং আগামী দিনে পার্শ্ববর্তী দেশ ভারতে ইন্টার্নশিপের জন্য কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। বাজেট প্রণয়ন কমিটি যে সুপারিশ প্রেরণ করেছেন তার খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তী ব্যাচগুলো যেনো বাজেট পায় সেজন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে খোঁজখবর নিতে বলেছেন।
বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্রান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আনোয়ার বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি ডিভিএম ১৬ ব্যাচকে যারা সাহসী ভূমিকা নিয়ে উদ্যোগ নিয়েছে এবং সফলতার দ্বারপ্রান্তে তাদের হাত ধরে পরবর্তী ব্যাচগুলো এই সুযোগ পাবে৷
অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন ড. ফয়সল কবীর বলেন, আমি ডিভিএম ১৬ ব্যাচকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেক সময় আমাকে বিরক্ত করেছে, কিন্তু তারা সফল হয়েছে।