অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৭টা ৫০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাধা গোবিন্দ চৌধুরী কর্মজীবনে স্কুল শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহানাজ খুশি। তিনি বলেন, চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী আজ (মঙ্গলবার) রাতে মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
শাহানাজ খুশি বলেন, চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজের নিজ এলাকায় বুধবার (২৮ ডিসেম্বর) তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে বার্ধক্যের কারণে হাসপাতালে ভর্তি হন রাধা গোবিন্দ চৌধুরী। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে বাবার অসুস্থতার খবর জানান চঞ্চল চৌধুরী। তিনি লেখেন, বাবা-মা এবং সন্তানদের সম্পর্কের মতো পবিত্র ও শ্রেষ্ঠ সম্পর্ক পৃথিবীতে আর নেই। সন্তানরা ভালো না থাকলে যেমনি বাবা-মা দিশেহারা হয়ে যান, তেমনি বাবা-মা ভালো না থাকলে সন্তানরাও ভালো থাকেন না। মানসিকভাবে ভেঙে পড়েন।
বাবার জন্য প্রার্থনা করে তিনি লেখেন, চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারেন না। আমিও ভালো নেই!