মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালকের পদ শূন্য হয়েছে গত সপ্তাহে। এর আগে শূন্য হয়েছে উপ-পরিচালকের পদ। ফলে প্রায় দেড় হাজার নতুন এমপিও, পদোন্নতি প্রত্যাশী শিক্ষক-কর্মচরীরা হতাশায় ভুগছেন। কারণ, কর্মকর্তাদের শূন্যতায় তাদের আবেদন নভেম্বরের এমপিওতে যদি নিষ্পত্তি না হয় তাহলে জানুয়ারির আগে আর নয়। ফলে তারা দুই মাসের বেতন বঞ্চিত হবেন তারা।
সোমবার আঞ্চলিক কার্যালয়ে খোঁজ নিয়ে ও শিক্ষকদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।
আঞ্চলিক কার্যালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানান, আবেদনকারী শিক্ষকরা রোজ ধরনা দিচ্ছেন আঞ্চলিক অফিসে। তাদের আবেদনের কী হবে বলতে পারছেন না কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই শিক্ষক জানান, তারা নতুন এমপিও আবেদন করেছেন। এ মাসে আবেদন নিষ্পত্তি না হলে সংসারে এমনিতেই অর্থকষ্ট। এবার তা বেড়ে যাবে কয়েকগুণ। অপর তিন শিক্ষক বলেন, তারা সহকারী অধ্যাপক থেকে আবেদন করেছেন। এমনিতেই কলেজের কমিটির অবহেলা-বৈষম্যের কারণে দীর্ঘদিন আবেদন করতে পারেননি। আবার পরিচালক না থাকায় বঞ্চিত হলে আরো দুই মাস পিছিয়ে যাবে।
তাই মহাপরিচালক-সরকার যদি এ বিষয়ে দ্রুত বিশেষ ব্যবস্থা নিয়ে আবেদনগুলো নিষ্পত্তির ব্যবস্থা নিতো তাহলে হাজারো শিক্ষক বঞ্চনার হাত থেকে রক্ষা পেতেন।
আঞ্চলিক পরিচালকের দপ্তরে কর্মরত উপ-পরিচালক (কলেজ) আলমাস উদ্দিন বলেন, পরিচালক, উপ-পরিচালক স্যার না থাকায় কাজ থমকে আছে। ফলে প্রায় দেড় হাজার ফাইলে কাজ করা যাচ্ছে না।