হাইকোর্টের আদেশে পরীক্ষার আগের রাতে চট্টগ্রামের ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পেলেন।
শিক্ষার্থীদের পক্ষে হওয়া রিটের আইনজীবী কামরুল বিন আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শনিবার রাতে এই শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র কলেজ কর্তৃপক্ষ হাতে পেয়েছেন। রাতেই শিক্ষার্থীরা প্রবেশপত্র বুঝে নিয়ে রোববার পরীক্ষা দিতে পারবেন।’
১৪৮ শিক্ষার্থীর পক্ষ থেকে করা এক রিটের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালত তার আদেশে যত দ্রুত সম্ভব এই শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র সরবরাহের নির্দেশ দেন। ওইদিন এই আদেশের কপি স্পেশাল ম্যাসেঞ্জারের পাশাপাশি ইমেইল ও ফ্যাক্সের মাধ্যমে সংশ্লিষ্টদের পাঠাতে নির্দেশ দেওয়া হয়। আদালতে শিক্ষার্থীদের রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিখিল কুমার বিশ্বাস ও কামরুল বিন আজাদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
হাইকোর্টের আদেশের পর রিটের পক্ষের আইনজীবী জানান, চট্রগ্রামের ইসলামিয়া কলেজের এই শিক্ষার্থীদের ফরম ফিলাপের কিছু টাকা বাকি ছিল। পরে সে টাকা কলেজ কর্তৃপক্ষকে পরিশোধ করেন শিক্ষার্থীরা। এরপর কলেজ কর্তৃপক্ষ ১৪৮ শিক্ষার্থীর পক্ষ থেকে বোর্ডে লিখিত আবেদন করে। এছাড়া শিক্ষার্থীরাও পৃথকভাবে আবেদন করেন তাদেরকে ফরম ফিলাপের জন্য অনুমোদন দেওয়ার জন্য। তবে গত ২৩ জুন বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, এই শিক্ষার্থীদের আর ফরম ফিলাপের সুযোগ নেই। এরপর মিফতাহুল জান্নাত, হাবিব রাহাদ, সানজিদা আক্তার, ফাহিমাতুল কুবরাসহ ১৪৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি শেষে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।