পিরোজপুরে কাউখালীতে দাখিল পরীক্ষার হলে দায়িত্ব অবহেলা করায় দুই শিক্ষক অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার উপজেলার কেন্দ্রীয় আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার হলে ওই শিক্ষকরা দায়িত্বে অবহেলা করেন। একে পরীক্ষা কক্ষে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশে দিলে কেন্দ্রসচিব তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই শিক্ষকরা হলেন, উপজেলার শিক্ষক দারুস সুন্নত কামিল মাদরাসার আইসিটি শিক্ষক মো. আসাদুজ্জামান ও বিজয়নগর আলিম মাদরাসার শরীরচর্চা শিক্ষক প্রসাদ কুমার মন্ডল। কেন্দ্রের সচিব হুসাইন আহমেদ ওই দুই শিক্ষককে অব্যাহতি দেয়ার তথ্য দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে দাখিল পরীক্ষার আকাইদ ও ফিকাহ বিষয় পরীক্ষার চলার সময় দুই শিক্ষক তাদের দায়িত্ব অবহেলা করেন। এ কারণে পরীক্ষার কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এসে বিষয়টি দেখেন। তিনি ওই দুই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেন।
কেন্দ্র সচিব আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে ওই দুই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা দৈনিক শিক্ষাডটকমকে জানান, ওই দুই শিক্ষক কক্ষ তদারকির কাজ অবহেলা করায় পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি হয়। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।