জাতীয় শিক্ষা-সেবা পরিষদের (জাশিপ) মহাসচিব ও সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান (এন আই খান) বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক পড়াশোনায় মেয়েরা ভালো ফল করে কিন্তু বিসিএসে বা অন্যান্য ক্ষেত্রে তাদের উপস্থিতি কম। বিসিএসে দেখা যায় বিশ জনে একজন মেয়ে। আমাদের সোশ্যাল মোবিলিটি নেই। এটা ঠিক করতে হবে।
গতকাল শনিবার জাশিপ আয়োজিত ‘আগামী দিনের শিক্ষা ও সেবার উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এন আই খান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজয়নীতার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাশিপের উপদেষ্টা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য খন্দকার মোকাদ্দাম হোসেন বলেন, আমাদের জনশক্তির সমস্যা দুটো, একটা হলো অদক্ষতা আরেকটা ভাষাগত বাধা। আমাদের এ দুটো দিকে উন্নতি করতে পারলে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা যাবে। বর্হিবিশ্বে কর্মক্ষেত্রে তারা আরো ভালো মূল্যায়ন পাবে।
অনুষ্ঠানে জাশিপ সভাপতি অধ্যাপক ড. আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, আইসিএমএবির সভাপতি আব্দুর রহমান খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা দলমত নির্বিশেষে দেশের সুশিক্ষিত জনগোষ্ঠীকে জাশিপের সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরের মানসম্পন্ন শিক্ষার ঘাটতি রয়েছে উল্লেখ করে তারা বলেন, সামাজিক শিক্ষার মানও আশানুরূপ নয়। জাশিপ সুশিক্ষিত জনগোষ্ঠী ও সরকারকে সঙ্গে নিয়ে শিক্ষা ও সেবার মানোন্নয়নে কাজ করে যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।