ছয় মাসের ডিপ্লোমা নিবন্ধিত হয়ে বিভিন্ন বেসরকারি স্কুল-মাদরাসার আইসিটি শিক্ষক পদে যোগ দেয়া শিক্ষকরা পরে যোগ্যতা অর্জন করলেও এমপিওভুক্তির সুযোগ পাবেন না। ছয় মাসের ডিপ্লোমা নিয়ে আইসিটি শিক্ষক হতে নিবন্ধিত এক প্রার্থী পরে যোগ্যতা অর্জন করে এমপিওভুক্ত হতে আবেদন করেছিলেন। কিন্তু তার আবেদন পর্যালোচনা করে এ ধরণের শিক্ষকদের এমপিওভুক্ত করার সুযোগ নেই বলে সিদ্ধান্তে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও পুর্নবিবেচনা কমিটি। সম্প্রতি প্রকাশিত কমিটির সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে ২০২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে পাবনার সাথিয়া উপজেলার নাগডেমরা উচ্চ বিদ্যালয়ে আইসিটি বিষয়ে সহকারী শিক্ষক পদে যোগ দিয়েছিলেন এক প্রার্থী। ২০১৫ খ্রিষ্টাব্দে ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন তিনি। কিন্তু ২০১৮ খ্রিষ্টাব্দে নীতিমালা পরিবর্তনের পর ২০২০ খ্রিষ্টাব্দে তিনি কম্পিউটার অপারেশন কোর্স করেন। এরপর ২০২১ খ্রিষ্টাব্দে তিনি কম্পিউটার সার্টিফিকেট কোর্স করেন। তিনি এসব কোর্স করে এমপিওভুক্তির আবেদন করলেও উপজেলা শিক্ষা অফিস থেকে আবেদন রিজেক্ট হয়ে যায়। পরে তিনি এমপিওভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় তার বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন কর্মকর্তারা। গত ৩ এপ্রিল ওই সভার কার্যবিবরণী প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, ছয় মাসে ডিপ্লোমায় নিবন্ধিত ওই শিক্ষকের শুনানি ও কাগজ পত্র পর্যালোচনা করে কমিটি তাকে এমপিওভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, এনটিআরসিএর সুপারিশকৃত এমপিওভুক্ত আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করা শিক্ষকদের কাম্য শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু পরে অর্জন করেছেন বিধায় তাদের এমপিওভুক্তির কোনো সুযোগ নেই।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।