বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশিয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট রোডে এ সমাবেশ শুরু হয়।
৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ আয়োজিত হয়েছে।
দলটির কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।