পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
নববর্ষের দিন নিজের ফেইসবুকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এ কথা লিখেছেন তিনি।
জয় লিখেছেন, ‘পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।’
দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জয় লিখেছেন, ‘নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।’
শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলা নতুন বছর ১৪৩০। বর্ণিল আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নিতে দেশে-বিদেশে নানা আয়োজনে উৎসব চলছে।
রমনার বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে সংগীত ও আবৃত্তিতে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা।