পাঁচ কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের সেই পিয়ন গ্রেফতার - দৈনিকশিক্ষা

পাঁচ কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের সেই পিয়ন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি |

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জনতা ব্যাংক থেকে গ্রাহকের ‘প্রায় ৫ কোটি’ টাকা নিয়ে উধাও হওয়া অফিস সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভোরে গোপালগঞ্জ জেলা শহরের পূর্ব মিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আওলাদ হোসেন রঞ্জু আকন্দ (৪০) শাহজাদপুর পৌরসভার পাড়কোলা মহল্লার বাসিন্দা। এ ছাড়া তিনি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কোরবানির ঈদের ছুটির পর থেকে রঞ্জু পালিয়ে ছিলেন; অফিসে আসেননি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জু গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, “রঞ্জু বেসরকারি সংস্থা (এনজিও) ও বিভিন্নভাবে নেওয়া ৩৫ লাখ টাকার ঋণের সুদ দিতে গিয়েই এমন কাজে জড়িয়েছেন বলে জানান। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে।”

এ ঘটনায় জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, ২০০৩ সালে জনতা ব্যাংক শাহজাদপুর শাখায় রঞ্জু অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী পদে (কাজ নেই, বেতন নেই) যোগ দেন। এরপর ২০১৬ সালের দিকে তিনি ঋণগ্রস্ত হলে স্থানীয় লোকজনের কাছ থেকে চড়া সুদে ১৫ লাখ টাকা নেন।

এ ঋণের টাকা পরিশোধ করতে বিভিন্ন এনজিও থেকে আরও প্রায় ২০ লাখ টাকা ঋণ নেন। তাকে প্রতি সপ্তাহে প্রায় ৩০ হাজার টাকা কিস্তি দিতে হত। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “এ অবস্থায় ২০২২ সালের শুরু থেকে গ্রাহকদের কাছ থেকে জালিয়াতি করে টাকা নেওয়ার পরিকল্পনা করেন তিনি। পরে পরিচিত গ্রাহকদের টার্গেট করেন এবং বেশ কিছু লোককে অ্যাকাউন্ট খুলে দেন।

“পরে গ্রাহকরা টাকা তুলতে এলে তারা যে পরিমাণ টাকা লিখত তার বাম পাশে গোপনে রঞ্জু একটি ডিজিট বসিয়ে বেশি টাকা তুলে নিতেন।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “আবার তিনি মাঝে মাঝে চেক নিজের কাছে রেখে তার কাছে থাকা টাকা দিয়ে দিতেন গ্রাহকদের। পরে সুবিধামত সময়ে চেক দিয়ে বেশি টাকা উত্তোলন করতেন রঞ্জু।”

গ্রাহকদের ৫ কোটি টাকা উধাও হওয়ার বিষয়ে জনতা ব্যাংক সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাহিদুল আলম সাংবাদিকদের বলেন, “টাকার পরিমাণ এত বেশি হবে না। আমরা এখনও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি। এটা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা সম্ভব না।”

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0047309398651123