পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ভারতের আটে আট - দৈনিকশিক্ষা

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ভারতের আটে আট

দৈনিকশিক্ষা ডেস্ক |

গ্যালারিতে বসে স্বাগতিক ভক্তরা জমাট লড়াই আর দম ফাঁটা রোমাঞ্চ চায় না। প্রতিপক্ষকে উড়িয়ে দিলেই যত শান্তি তাদের। ওই হিসেবে নীল আর গেরুয়া রঙয়ে ছেয়ে যাওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা দর্শকদের আফসোস থাকার কথা নয়। যত আক্ষেপ টিভি দর্শকদের। অরিজিত সিং-শঙ্কর মহদেবের কনসার্টটাও যদি দেখাত মূল্যবান সময়ের কিছুটা উসুল হতো।

কারণ উত্তাপের আভাস দেওয়া ভারত-পাকিস্তান ম্যাচের ম্যাড়মেড়ে সমাপ্তি হয়েছে। ভরা গ্যালারিতে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ব্যাটিংয়ে হুট করে ধসে যাওয়ার পর বল হাতেও ভালো করতে পারেনি তারা। অল্প রান তাড়ায় রোহিত শর্মার ঝড়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। পাকিস্তানের বিপক্ষে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে টানা আট জয়ের রেকর্ড গড়েছে। চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথও অনেকটা এগিয়ে নিয়েছে। 

খরা কাটিয়ে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে শনিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আহমেদাবাদে সন্ধ্যার শিশিরের প্রভাবে পরে বোলিংয়ের ঝুঁকি নেননি তিনি। ব্যাট করতে নেমে পাকিস্তান অবশ্য ভালো শুরু পেয়েছিল। ওপেনার আব্দুল্লাহ শফিক (২০) ও ইমাম উল ৪১ রানের জুটি দেন। পরে ইমাম উল ফিরে যান ৩৬ রান করে। তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের অধিনায়ক খেলেন ৫০ রানের ইনিংস। 

তিনি দলের ১৫৫ রানে আউট হন। তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ৩৬ রান তুলতেই পরের সাত ব্যাটার সাজঘরে ফিরে যান। সৌদ শাকিল (৬), মোহাম্মদ ইফতিখার (৪) ও শাদাব খান (২) ব্যর্থ হন। ভরসা দেওয়া রিজওয়ান ফিরে যান ৪৯ রান করে। পাকিস্তান ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। 

জবাব দিতে নেমে ২৩ রানে প্রথম ধাক্কা খায় ভারত। ডেঙ্গু জ্বর থেকে উঠে মাঠে ফেরা শুভমন গিল ১৬ রান করে আউট হন। অন্য প্রান্তে রোহিত শর্মা ঝড়ো ব্যাটিং করলেও বিরাট কোহলি ফিরে যান ১৬ রান যোগ করে। তবে অধিনায়ক রোহিতই ম্যাচ ভারতের হাতে এনে দিয়ে আউট হন। তিনি খেলেন ৬৩ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস। ছয়টি করে চার ও ছক্কা মারেন ‘হিটম্যান’ খ্যাত এই ওপেনার। পরে শ্রেয়াস আয়ার ৫৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ৩১ ওভারেই জয় এনে দেন।

ভারতের হয়ে এই ম্যাচে তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও হার্ডিক পান্ডিয়া দুটি করে উইকেট নিয়েছেন। বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব ও বাঁ-হাতি আর্ম বলার হার্ডিক পান্ডিয়া নিয়েছেন দুটি করে উইকেট। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা রোহিত শর্মা অল্পের জন্য সেঞ্চুরি মিস করায় ম্যাচ সেরা হয়েছেন আগুনে বোলিং করা বুমরাহ।

বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, নতুন আইনের খসড়া দেখুন - dainik shiksha বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, নতুন আইনের খসড়া দেখুন থানায় হামলা: দুই দিনের রিমান্ডে ১২ শিক্ষার্থী - dainik shiksha থানায় হামলা: দুই দিনের রিমান্ডে ১২ শিক্ষার্থী জাতীয় শোক দিবসে ভিডিয়োচিত্র তৈরি প্রতিযোগিতা - dainik shiksha জাতীয় শোক দিবসে ভিডিয়োচিত্র তৈরি প্রতিযোগিতা কোটা আন্দোলনে সহিংসতা: ১৪ বিশ্ববিদ্যালয়ের ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা - dainik shiksha কোটা আন্দোলনে সহিংসতা: ১৪ বিশ্ববিদ্যালয়ের ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা কোটা আন্দোলনে সংঘর্ষে নিহতদের স্মরণে দেশব্যাপী শোক আজ - dainik shiksha কোটা আন্দোলনে সংঘর্ষে নিহতদের স্মরণে দেশব্যাপী শোক আজ ফের বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেয়ার উদ্যোগ - dainik shiksha ফের বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেয়ার উদ্যোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0030879974365234