পাবলিক পরীক্ষায় পাসের ‘বাড়তি’ হার নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা হাফিজউদ্দিন আহমেদ। পাবলিক পরীক্ষায় ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করছেন জানিয়ে তিনি বলেন, এখন কে কতো বেশি শিক্ষার্থী পাস করতে পারে তা নিয়ে বোর্ডে-বোর্ডে প্রতিযোগিতা হয়। এভাবে জাতিকে ধোকা দিয়ে শুধু রেজাল্ট বাড়ালাম, লাখ লাখ ছেলে পাস করলো, এ শিক্ষার কোনো দাম নেই।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গত রোববার জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে দুই পাবলিক বিশ্ববিদ্যালয় বিলের আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
হাফিজউদ্দিন আহমেদ বলেন, পাস করা শিক্ষার্থীদের খাতাগুলো আবারও পরীক্ষা করে দেখা হোক, তাদের কতো নম্বর পাওয়ার যোগ্যতা আছে। সঠিক উত্তর লিখে ৯০ শতাংশ-৮৫ শতাংশ শিক্ষার্থী আদৌ পাস করে কি-না তা পরীক্ষা করে দেখা হোক।
এখন ছেলেপেলের চাকরি-বাকরি নাই, তারা নেশাগ্রস্থ হয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমার এলাকার এক শিক্ষকের সঙ্গে দেখা। জিজ্ঞেস করলাম কেনো ঢাকায় এসেছিলা। তিনি জানালেন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তাকে ডেকে পাঠিয়েছেন। ওই শিক্ষক জানান, তিনি খাতা দেখেছেন, সেখানে ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। তাই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডেকে পাঠিয়ে ওই শিক্ষককে ৮০ শতাংশ শিক্ষার্থীকে পাস করিয়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।