দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক: এবার নিজস্ব অভিপ্রায় অনুযায়ী একান্ত সচিব (পিএস) নিয়োগের সুপারিশ করতে পারবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আধা সরকারি পত্রের মাধ্যমে (ডিও) নিয়োগের সুপারিশ করতে পাবেন তারা। এর আগে নিজস্ব অভিপ্রায় অনুযায়ী এপিএস নিয়োগ দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে পিএস নিয়োগ করা হতো। এবারও এ ধরনের প্রস্তাব প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হলে তা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। ফলে এবার পিএস নিয়োগে নিজস্ব অভিপ্রায় থাকছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, 'দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেজ) অ্যাক্ট, ১৯৭৩'-এ মন্ত্রিসভার সদস্যদের পছন্দ অনুযায়ী পিএস নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। সরকারের পক্ষ থেকে পিএস নির্ধারণ করে দেওয়া এই অ্যাক্ট পরিপন্থী। আইনেরও বরখেলাপ। এসব কারণে প্রধানমন্ত্রী কার্যালয় এই প্রস্তাবে সম্মতি দেয়নি।
২০১৯ খ্রিষ্টাব্দের সরকারের পক্ষ থেকেই পিএস নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী তা অনুমোদন করায় একযোগ সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জন্য পিএস নিয়োগ দেওয়া হয়েছিল। এ বিষয়টি নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। ইতোমধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ছয়জন।