ইমরান খানের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই রমিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ হারানের গুঞ্জন চলছিল। এবার সত্যিই চাকরি হারাতে যাচ্ছেন রমিজ। টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই পাকিস্তান হেরে যাওয়ায় কেড়ে নেওয়া হচ্ছে তার চেয়ার।
পাকিস্তান ও ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এরই মধ্যে রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বলা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তার জায়গায় দেশটির ক্রিকেট বোর্ডের প্রধানের পদে বসতে যাচ্ছেন নাজাম শেঠি। তিনি প্রধানমন্ত্রীর কাছের লোক।
পিসিবি’র চেয়ারম্যান নিয়োগের সরাসরি অধিকার আছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। দেশটির প্রধানমন্ত্রী বোর্ডের চিফ অব প্যাট্রোন-এর ভূমিকা পালন করেন। ওই ক্ষমতা বলেই ইমরান খান তার জাতীয় দলের সতীর্থ এবং প্রিয়ভাজন রমিজকে দায়িত্ব দিয়েছিলেন।
খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করে ধারাভাষ্যে নাম লেখান রমিজ। গত বছরের সেপ্টেম্বরে পিসিবির প্রধান হন তিনি। তার অধীনে বেশ কিছু সাফল্য পেয়েছে পাকিস্তান ক্রিকেট। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ফাইনাল খেলেছে বাবরের দল। করোনাকালে সফল পিএসএল আয়োজন করেছেন তিনি।
শুধু পিসিবির চেয়ার নতুন কেউ বসছে না। সংবাদ মাধ্যমের মতে, পরিবর্তন আসছে যাচ্ছে কোচিং প্যানেলে এবং নেতৃত্বে। টি-২০ বিশ্বকাপ থেকে বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তাকে এবার সরিয়ে দেওয়া হতে পারে। এছাড়া হেড কোচের পদ ছাড়তে হতে পারে সাকলায়েন মুশতাককে।