খাগড়াছড়ির মানিকছড়িতে পুকুরে ডুবে মো. আবুল কাশেম (৮) নামের ৩য় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে মানিকছড়ি উপজেলার ২নম্বর বাটনাতলী ইউনিয়নের নামারপাড়া এলাকার মো. আব্দুল মান্নান’র ছোট ছেলে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দাদার বাড়িতে থেকে স্কুলে পড়াশুনা করতো আবুল কাশেম। স্থানীয় বাটনাতলী বাজারে তার দাদার দোকান থেকে নাস্তা নিয়ে বেলা ১১টার দিকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। পথে আরেক বন্ধুকে পেয়ে দুই বন্ধু একসঙ্গে বাড়িতে ফেরার পথে রাস্তার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পুকুরে তলিয়ে যায় সে। পরে লোকজন এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মানিকছড়ি থানার ওসি মো. আনছারুল করিম জানান, দুই বন্ধু একসঙ্গে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা করে শিশুটির লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।