রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যন্ত পেনাল কলোনির একটি বিচারে এ সাজা দেওয়া হয়েছে। বর্তমানে অন্য মামলায় সাজা ভোগ করছেন তিনি।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক বলে পরিচিত নাভালনিকে উগ্রপন্থি একটি সংগঠন প্রতিষ্ঠা ও অর্থায়ন এবং নানা তৎপরতা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন।
খবরে বলা হয়েছে, পেরোলের নিয়ম ভঙ্গ, জালিয়াতি এবং আদালত অবমাননার অভিযোগে নাভালনি এরই মধ্যে ৯ বছরের জেল খাটছেন। তবে তার বিরুদ্ধে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২১ খ্রিষ্টাব্দে নাভালনির জেল হওয়ার পর থেকে তাকে প্রত্যন্ত পেনাল কলোনিতে রাখা হয়েছে। রাজধানী মস্কো থেকে ২৪০ কিলোমিটার পূর্বে মেলেখোভোয় কারাগারে একটি হলরুম ৬ নং পেনাল কলোনিকে অস্থায়ী আদালতকক্ষ বানিয়ে সেখানে নাভালনির রুদ্ধদ্বার বিচার করা হয়েছে।
নাভালনির পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারক তার চলমান সাজার মধ্যেই আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। তার ২০ বছর কারাদণ্ডের আবেদন করেছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় কৌঁসুলিরা।