পুলিশের গাড়ি ভাঙচুর : সেই অধ্যক্ষের জামিন, বাকি চার আসামি কারাগারে - দৈনিকশিক্ষা

পুলিশের গাড়ি ভাঙচুর : সেই অধ্যক্ষের জামিন, বাকি চার আসামি কারাগারে

গাজীপুর প্রতিনিধি |

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলায় গ্রেফতার হওয়া গাজীপুরের নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিন পেয়েছেন। তবে, এ ঘটনায় গ্রেফতার হওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর রহমানসহ বাকি চারজন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে চারজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে। 

বুধবার বিকেলে গাজীপুর মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জামিন আবেদন করা হলে আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম অধ্যক্ষের জামিন মঞ্জুর করেন এবং অন্য আসামিদের কারাগারে পাঠানোসহ কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। 

জানা গেছে, গাজীপুর মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে ও পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করে। এসময়ে পুলিশের পিকআপ ভাঙচুর করা হয়। ওই ঘটনায় গাজীপুর মহানগরীর সদর থানার উপ পরিদর্শক উৎপল কুমার বাদী হয়ে মঙ্গলবার মধ্যরাতে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় গ্রেফতার করা হয়েছিলো ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন, সাবেক কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান, তার সহযোগী মাকসুদুর রহমান, মোবারক হোসেন ও তামিম হোসেন তন্ময়কে।

গাজীপুর মহানগরীর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ওই ঘটনার সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে থানার উপপরিদর্শক উৎপল কুমার বাদী হয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি মামলা দায়ের করেন।  

ওই মামলায় কলেজের অধ্যক্ষসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। পরে থানা হেফাজতে থাকা পাঁচজনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় অধ্যক্ষ হলেন ৫ নং আসামি। ১-৪ নং আসামিকে জিজ্ঞাসাবাদকালে তারা পুলিশকে জানায় এ ঘটনায় অধ্যক্ষেরও ইন্ধন রয়েছে। পরে বুধবার দুপুরে তাদের মধ্যে অধ্যক্ষ ছাড়া অপর চার আসামিদের ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। 

বুধবার বিকেলে গাজীপুর মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জামিন আবেদন করা হলে আদালতের বিচারক অধ্যক্ষের জামিন মঞ্জুর করেন এবং অন্য আসামিদের কারাগারে পাঠানোসহ কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0054378509521484