পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের সংঘর্ষে ২৫ আইনজীবীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির মূল ফটকের সামনে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্টো পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার এর ব্যানারে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা সরকার পতনের একদফা দাবিতে পদযাত্রা শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশের দাবি, সংঘর্ষের ঘটনায় কোতয়ালি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত কবির সেরনিয়াবাতসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আর আইনজীবীদের দাবি, পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক আইনজীবী আহত হয়েছেন। চিকিৎসার জন্য কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বেলা ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে রায় সাহেব বাজার অভিমুখে যাত্রা করে। কিছু দূর যেতেই পুলিশ তাদের পথরোধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আইনজীবীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। তারপরও আইনজীবীরা সামনের দিকে এগিয়ে যান। তারা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটক দিয়ে আদালত চত্বরে ঢুকতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। কিছুক্ষণ সেখানেও ধাক্কাধাক্কি চলে।
এক পর্যায়ে পুলিশ প্রধান ফটক খুলে দেয়। আইনজীবীরা সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ অবস্থান করে তারা সেখান থেকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। সেখানে কর্মসূচি শেষ হয়।
সংঘর্ষের ব্যাপারে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিলো। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে অ্যাটর্নি জেনারেলের নির্দেশে পুলিশ আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে। এ হামলা শুধু আইনজীবীদের ওপর হামলা না, আইনের শাসন, মানবাধিকারের ওপর হামলা। আমরা এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কোতয়ালি থানার ওসি শাহিনুর রহমান বলেন, আইনজীবীরা সাধারণত আদালতের ভেতর কর্মসূচি পালন করেন। তারা আজ আদালতের বাইরে এসে কর্মসূচি পালন করেছেন। আমরা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা অতি উৎসাহী হয়ে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
প্রসঙ্গত, সরকার পতনের একদফা ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের দাবিতে এই পদযাত্রা কর্মসূচি ডাকা হয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।