পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের একটি কারখানার তেলের গুদামে ভয়াবহ আগুনে প্রায় ১২ কোটি টাকার সরিষার তেল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের রঘুনাথপুর কুটিপাড়া এলাকার প্রখর গ্রুপ অব কোম্পানির কারখানার সরিষার তেলের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ওই কোম্পানির সরিষার তেলের কারখানার তেলের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঁথিয়া, সুজানগর ও পাবনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলকাবাসীর সহযোগিতায় প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ঘর ও গুদামে রাখা তেল পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করছে।
প্রখর গ্রুপ অব কোম্পানির মালিক জেমস প্রখর সরকার দৈনিক শিক্ষাডটকমকে জানান, অন্যান্য দিনের মতো কাজ শেষে কারখানা বন্ধ করে রাখা হয়। হঠাৎ শুনতে পাই আমার কারখানায় আগুন ধরেছে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও আমার কারখানা ও তেল পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল মান্নান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।