রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময়ে হাতে নাতে একজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম- জামাল হোসেন (২৯)। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পেট্রলবোমা ও গান পাউডার উদ্ধার করা হয়।
রোববার রাত ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিক এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন।
ডিসি জাফর হোসেন বলেন, আজ রাত ৯টার দিকে ফুলবাড়িয়া এলাকায় তানজিল পরিবহনে যাত্রীর ছদ্মবেশে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে বাস শ্রমিকদের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গান পাউডার ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
জামালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, জাফর বাবুবাজার এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি কবির হোসেনের সহায়তায় পেট্রল ও গান পাউডার সংগ্রহ করে। সেগুলো নিয়ে বাবুবাজার থেকে তানজীল পরিবহনে যাত্রী ছদ্মবেশে ওঠে। পরবর্তীতে আগুন দেওয়ার সময়ে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে।
এক প্রশ্নের জবাবে ডিসি জাফর বলেন, এই ধরনের উপকরণগুলো সহজে যেন কেউ হাতে না পায় সে বিষয় আগামীকাল সকল পেট্রল পাম্প মালিকদের সঙ্গে মিটিং হবে। আর পাম্পের বাইরে যে সকল খোলা স্থানে পেট্রল বিক্রি করে সে বিষয় আমরা সিদ্ধান্ত নিচ্ছি। নজরদারি করা হচ্ছে।
গান পাউডার সংগ্রহের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এটা কোথায় কীভাবে প্রসেসিং করা হয়েছে সে বিষয় খোঁজ নেওয়া হচ্ছে।