কুষ্টিয়া জেলার পোড়াদহ কলেজের অধ্যক্ষ প্রসাদ মহন্ত কার্তিক ও অন্যান্যের বিরুদ্ধে কালেজ ফান্ডের দুই কোটি টাকা তছরুপ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত অভিযোগ তদন্তে কর্মকর্তা মনোনয়ন করা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখার সহকারী পরিচালক তপন কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন পোড়াদহ কলেজের অধ্যক্ষ কার্তিক ও অন্যান্যের বিরুদ্ধে কালেজ ফান্ডের দুই কোটি টাকা তছরুপ ও বিভিন্ন অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অভিযোগ উত্থাপিত হয়েছে ।
চিঠিতে আরো বলা হয়, উত্থাপিত অভিযোগসমূহ সরেজমিন তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ ২ সেট প্রতিবেদন ১৫ কর্মদিবসের মধ্যে দাখিলের জন্য অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া এবং তার মনোনীত একই কলেজের দুইজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে নির্দেশক্রমে মনোনয়ন দেয়া হলো
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।