‘ঢাবিতে ক্যানটিন মালিকের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি’- এই শিরোনামে গত ৭ এপ্রিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাবির জসিম উদ্দিন হলের ক্যানটিন মালিক নাছির উদ্দিন।
প্রাধ্যাক্ষ বরাবর লিখিত প্রতিবাদের কপি বুধবার দৈনিক শিক্ষাডটকমের কাছে অন্যতম অভিযুক্ত পাঠিয়েছেন হেদায়েতুল ইসলাম।
জানা যায়, গত ৭ এপ্রিল ঢাবির ক্যনটিনকে কেন্দ্র করে দৈনিক শিক্ষাডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। ওই সংবাদে ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগের তথ্য ছিলো।
এর পরিপ্রেক্ষিতে ক্যানটিন মালিক নাছির উদ্দিনের হাতে লেখা প্রতিবাদে লেখা হয়, ‘সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যেখানে আমার কোনো অভিযোগ বা সম্মতি ছাড়া সংবাদ প্রচার করা হয়।’
‘আমার অসুস্থতার জন্য মুঠোফোন বন্ধ থাকায় এই খবর প্রচার করা হয়।’
প্রাধ্যাক্ষের কাছে তিনি বিভ্রান্তিমূলক সংবাদ প্রচাররোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান বলেও লেখা রয়েছে লিখিত চিঠিতে।