বিশ্বকাপ খেলা দেখার জন্য বিদ্যালয়ের প্রজেক্টর চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত যুবকরা বিদ্যালয়ের প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুরের ধরনীবাড়ী ইউনিয়নের নাটির খমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোলাম রব্বানীর অভিযোগ, গত ১৫ নভেম্বর স্থানীয় কিছু যুবক বিদ্যালয়ের ব্যবহৃত প্রজেক্টরটি বিশ্বকাপ খেলা দেখার জন্য দাবি করেন। সরকারি সম্পদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দিতে অপারগতা জানালে তাঁরা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়টিতে চলাচলের সব রাস্তা বন্ধ করে দেন।
এ ছাড়া এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্ধশতক জমি দখল করে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
প্রধান শিক্ষক গোলাম রব্বানী বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার করে রাস্তা খুলে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। তিনি জানান, ২০১৭ সালে নুরুল আমিন নামের একজন দাতা অর্ধ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। পরে সেই জমিতে রাস্তা নির্মাণ করে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াত করে। কিন্তু রাস্তাটি বন্ধ করে দেওয়ায় অন্যের বসতবাড়ির আঙিনা দিয়ে অতি কষ্টে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার নাদিরউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছি। ’
ইউএনও শোভন রাংসা আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’