গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে মায়ের হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী দীপ্ত বিশ্বাস। শনিবার শ্রুতিলেখকের সহায়তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি পরীক্ষা দিয়েছেন তিনি।
দীপ্তর মা দীপিকা রানী সরকার বলেন, ছোটবেলা থেকেই দীপ্তর রেটিনাতে সমস্যা। ডাক্তাররা জানিয়েছে দীপ্ত একসময় সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাবে। যন্ত্র ব্যবহার করে শ্রুতি লেখক ছাড়াই দীপ্ত এইচএসসি পরীক্ষা দিয়েছে। কিন্তু চোখের অবস্থা এখন আরো খারাপ। এত প্রতিবন্ধকতার মাঝেও দ্বীপ্ত অনেক ভালো করেছে।
পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে দীপ্ত বিশ্বাস বলেন, ‘পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন মানসম্মত হয়েছে । শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন হয়েছে। ৭০ টি প্রশ্নের মত উত্তর করেছি। আশা করছি চান্স পাবো।’
উল্লেখ্য, সি ইউনিট তথা ব্যবসায় শিক্ষা বিভাগে মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৬৪ টি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে সি ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৩৪৯৬ টি। আসন প্রতি লড়েছে ১২ জন ভর্তিচ্ছু।