শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব ছয় মাস পর পর পরিবর্তন করতে হবে দাবি করে শিক্ষা মন্ত্রণালয়ের প্যাডে একটি ভুয়া চিঠি ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে। তবে চিঠিটি সত্য নয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সোমবার উত্তরবঙ্গের কয়েকজন শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে চিঠিটির কপি দিয়ে এর সত্যতা সম্পর্কে জানতে চান।
ওই চিঠিতে দেখা যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষর। এতে দাবি করা হয়, কোনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছয় মাসের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। ছয় মাস পর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকতে পারবেন না। ছয় মাসের বেশি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক মাসের মধ্যে দায়িত্ব ছাড়াতে বলা হয়েছে ওই চিঠিতে।
এ চিঠিটির সত্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দৈনিক শিক্ষাডটকমকে।
উপসচিব মো. মিজানুর রহমান চিঠিটি যাচাই বাছাই করে সোমবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে জানান, চিঠিটি ভুয়া। তিনি বলেন, ভুয়া চিঠিটিতে ফাইল নম্বর ও স্মারক নম্বর নেই। বর্তমানে ডিজিটাল স্মারক নম্বর থাকে।
ভুয়া চিঠি বিষয়ে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
নিচের চিঠিটিই সেই ভুয়া চিঠি
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।