মহান স্বাধীনতাকে কটাক্ষ করে দৈনিক প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতাকে হেয় করার জন্য প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জোহা একটি শিশুকে ১০ টাকার বিনিময়ে একটা ছবি তুলে মিথ্যা সংবাদ ছাপিয়ে সারাবিশ্বে বাংলাদেশের স্বাধীনতাকে হেয় করেছে। আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রথম আলোর ওই সাংবাদিকের ন্যায্য বিচার দাবি করছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন বলেন, দেশের স্বাধীনতাকে হেয় প্রতিপন্ন করে বাঙালি জাতির আবেগ-অনুভূতিতে আঘাত দিয়েছে প্রথম আলো। গ্রেফতারকৃত ওই সাংবাদিককে অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার দেশি বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।