এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫২২ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। প্রথম দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৪৬ হাজার ৮৪৪ জনের। এদের মধ্যে ১ হাজান ৪১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩২২ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫২২ জন।
জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ১ হাজার ৪৩৬ জন, রাজশাহী বোর্ডের ৯৩১ জন, কুমিল্লা বোর্ডের ৬৫৫ জন, যশোর বোর্ডের ৬২৪ জন, সিলেট বোর্ডের ৪০৭ জন, বরিশাল বোর্ডের ৩৮০ জন, দিনাজপুর বোর্ডের ৭৩৩ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বহিষ্কৃত হয়েছেন ৪ জন। রাজশাহী বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন ও দিনাজপুর বোর্ডের ২ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আগামী রোববার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।