প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এসোসিয়েশনের পক্ষ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
গতকাল শনিবার সংগঠনের সভাপতি এ এইচ এম.হাবিবুর রহমান ভুঁইয়া (জিন্না) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, বিচার বিভাগের অভিভাবক বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সরকারি বাসভবনে কতিপয় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা ভাঙচুর করায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।