ঝালকাঠির রাজাপুরে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছেন স্থানীয়রা। এ দাবিতে মানববন্ধন করেছেন তারা।
সোমবার সকালে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের আয়োজনে বিদ্যালয়ের সামনে রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক সড়কে এ দাবিতে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন। এতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন, স্থানীয় ইউপি সদস্য এম এ শুক্কুর, স্কুলের দাতা সদস্য মো. ফারুক হাওলাদার, মো. নুরুজ্জামান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, ইউনুচ আলী রাঢ়ি, প্রাক্তন শিক্ষার্থী নাসরিন আক্তারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ম্যানেজিং কমিটির কাউকে কিছু না জানিয়ে গোপনে বিজ্ঞাপন দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান টাকার বিনিময়ে একই পরিবারের তিনজনকে নিয়োগ দিয়েছেন। এছাড়াও বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের মালামাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগও তোলেন। একই সঙ্গে এই অবৈধ নিয়োগ বাতিলসহ তার অপসারণ দাবি করেন।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার ম্যানেজিং কমিটি যথাযথ রয়েছে। নিয়োগও যথাযথ প্রক্রিয়ায় হয়েছে।