আলমডাঙ্গায় লাখ লাখ টাকা আত্মসাৎ করে সটকে পড়েছেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আ.লীগ সরকার পতনের পর থেকে তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না। বিদ্যালয়েও তিনি রয়েছেন অনুপস্থিত। বিদ্যালয়ের বিভিন্ন খাতের টাকাসহ সরকারি বিভিন্ন বরাদ্দের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ইয়াকুব আলী সটকে পড়েছেন বলে জানান এলাকার সাধারণ মানুষ।
অভিযোগকারীরা জানান, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আ.লীগ ১৬ বছর একটানা ক্ষমতায় থাকার সুবাদে তিনি কাউকে পরোয়া করতেন না। স্থানীয়রা জানান, ইয়াকুব আলী সরকারের বরাদ্দকৃত অর্থ ও স্থানীয় মসজিদ মার্কেটের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তছরুপ করেছেন বিদ্যালয়েরও লাখ লাখ টাকা। করেছেন নিয়োগ বাণিজ্য। এতদিন তার ভয়ে কেউই মুখ খুলতে পারেননি। এখন তার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছেন। মঙ্গলবার তার বিরুদ্ধে এলাকার মানুষ মানববন্ধনও করেছেন। ওই মানববন্ধনে আত্মসাৎকৃত টাকা ফেরত দিয়ে তার পদত্যাগের দাবি করেন বক্তারা।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন, ইয়াকুব আলী ই-মেইলের মাধ্যমে দুই মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন। সেই হিসাবে তিনি আইনগতভাবে ছুটিতে আছেন।