গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬৬টি। এর মধ্যে প্রধান শিক্ষক নেই ২৭টিতে। সহকারী শিক্ষকের পদশূন্য রয়েছে ৯৪টি বিদ্যালয়ে। এতে এসব প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
উপজেলার হয়দেবপুর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষকশূন্য একটি বিদ্যালয় অভিভাবকশূন্য। প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হারুন অর রশিদ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানেরা। উপজেলার যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেগুলোতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের শূন্যপদের বিপরীতে জনবল নিয়োগ দিতে ইতিমধ্যে শিক্ষাসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে পদোন্নতি প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক পদের সমস্যা সমাধান হবে বলে আশা করছি।’