সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৭৭ জন সহকারী প্রধান শিক্ষক পদোন্নতি পেয়েছেন। ষষ্ঠ গ্রেডে বেতনে (৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ০১০ টাকা) তাদের পদোন্নতি দেয়া হয়েছে। তাদের পদোন্নতি ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। পদোন্নতি পাওয়া সহকারী প্রধান শিক্ষকরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডরভুক্ত বিদ্যালয় ও পরিদর্শন শাখার আওতাধীন।
সোমবার বিভাগ থেকে তাদের পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়ন দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, সহাকারী প্রধান শিক্ষকরা নবম গ্রেডে বেতন পেতেন। প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়ার পর তারা জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন।
জানা গেছে, পদোন্নতি পাওয়াদের বেশিরভাগকেই বিভিন্ন সরকারি হাইস্কুলে প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। তবে কয়েকজনকে জেলা শিক্ষা কর্মকর্তা পদেও পদায়ন দেয়া হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতিপ্রাপ্তদের তালিকা ও পদায়নের প্রজ্ঞাপন তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।