শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির দক্ষতা না থাকলে এই যুগে মানুষকে মূর্খই বলা হয়। পৃথিবীটা এখন প্রযুক্তির ওপর ভিত্তি করে চলছে। সুতরাং সবাইকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হতে হবে। এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি। আগামীতে কৃত্তিম বুদ্ধিমত্তা অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে।
বুধবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে ব্যবহৃত ট্যাব মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সময় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী ট্যাবটি যেন গঠনমূলক কাজে ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ ও ভালো নাগরিক হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ভালো মানুষ হলে, ভালো নাগরিক হলে দেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান করা হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনশুমারিতে ব্যবহৃত ৪ লাখ ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে বুধবার চাঁদপুরের নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।