প্রশিক্ষণ সম্মানীর টাকা কম দেয়ায় সিলেটের বালাগঞ্জ উপজেলায় শিক্ষকরা বিক্ষোভ করেছেন। উপজেলার ডি এন সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রশিক্ষণরত উপজেলা ও আশপাশের ৪০০ শিক্ষককে ৩ হাজার ৮০০ টাকা সম্মানী দেয়া হচ্ছিলো। যদিও অন্যান্য উপজেলার শিক্ষকরা মোট ৫ হাজার ১৩০ টাকা সম্মানী পেয়েছেন। এ নিয়ে শিক্ষকরা বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ ভুল স্বীকার করে শিক্ষকদের প্রাপ্য সম্মানীর ৫ হাজার ১৩০ টাকা করে দিচ্ছেন। পরে শিক্ষকরা প্রশিক্ষণে ফিরেছেন।
রোববার সকালে ডি এন সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণে এ ঘটনা ঘটে। সকাল ১১টা থেকে শিক্ষকরা বিক্ষোভ শুরু করেছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তাদের প্রাপ্য সম্মানীর টাকা দিতে সম্মত হওয়ায় বেলা ১২টা থেকে তারা ফের প্রশিক্ষণ শুরু করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ দৈনিক শিক্ষাডটকমের কাছে দাবি করছেন, সিলেট জেলা শিক্ষা অফিস থেকে যেভাবে জানানো হয়েছে সেভাবেই শিক্ষকদের সম্মানী দেয়া হচ্ছিলো, পরে ভুল সংশোধন করা হয়েছে।
ওই ভেন্যুতে প্রশিক্ষণরত দেওয়ান আব্দুর রহীম স্কুল এন্ড কলেজের শিক্ষক শান্ত আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রশিক্ষণের শেষ দিনে সম্মানের হাজিরা শিটে স্বাক্ষর করতে বলা হয়। সেখানে উল্লেখ ছিলো ৩ হাজার ৮০০ টাকা। কিন্তু অন্যান্য উপজেলায় শিক্ষকরা ৫ হাজার ১৩০ টাকা মোট সম্মানী পেয়েছেন। প্রতিজন শিক্ষকের প্রাপ্য ১ হাজার ৩৩০টাকা মেরে দেয়ার চেষ্টা হচ্ছিলো। এক পর্যায়ে শিক্ষকরা বিক্ষোভ শুরু করে। পরে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ভুল স্বীকার করে ৫ হাজার ১৩০টাকা করে দিতে রাজি হয়েছেন।
প্রশিক্ষণরত শিক্ষক আব্দুর মজিদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ৪০০ শিক্ষকের কাছ থেকে ১ হাজার ৩৩০ টাকা মেরে দেয়া হচ্ছিলো। মোট ৫ লাখ ২০ হাজার টাকা মেরে দিতে চাচ্ছিলেন তারা। পরে অবশ্য শিক্ষা অফিসার ভুল স্বীকার করেছেন।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জেলা শিক্ষা অফিস থেকে ৩ হাজার ৮০০ টাকা সম্মানী দেয়ার শিট পাঠানো হয়েছিলো। আমরা সেই শিট ফটোকপি করে শিক্ষকদের স্বাক্ষর করতে দিলে তারা আপত্তি জানান। পরে, ভুল সংশোধন করে তাদের ৫ হাজার ১৩০টাকা করে সম্মানী দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।