প্রশিক্ষিত তরুণ-তরুণী হবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগর : স্পিকার - দৈনিকশিক্ষা

প্রশিক্ষিত তরুণ-তরুণী হবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগর : স্পিকার

দৈনিক শিক্ষাডটকম, রংপুর |

দৈনিক শিক্ষাডটকম, রংপুর : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জয় সেট সেন্টার, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে অধিকসংখ্যক তরুণ-তরুণীকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। যারা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কারিগরে পরিণত হবে। গতকাল রোববার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে দুইদিনের সফরে এসে উপজেলা পরিষদ ভবনে ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্পিকার বলেন, ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে দেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন। সে পরিকল্পনা নিয়ে দেশ এগিয়ে চলেছে। পীরগঞ্জে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের মাধ্যমে তরুণ-তরুণীরা তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিবে। সেই সঙ্গে এখান থেকে মানুষেরা তথ্য প্রযুক্তি নিয়ে নানা সেবা নিতে পারবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-কমার্স, কুরিয়ার সার্ভিস, আর্থিক লেনদেনের হাব হিসেবে প্রত্যেকটি পোস্ট অফিসকে স্মার্ট পোস্ট অফিসে রূপান্তর করা হবে। পোস্ট অফিসের সেবাকে সার্ভিস পয়েন্টে রুপান্তর, ই-সেন্টারের অনিয়ম দূর করা হবে। সেই সঙ্গে চলতি মাসে পাইলটভাবে পোস্ট অফিসের ৫টি স্মার্ট সার্ভিস পয়েন্ট এবং আগামী মে মাসে সারা দেশে ৫শ’টি স্মার্ট সার্ভিস পয়েন্টের উদ্বোধন করা হবে। 

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতি বছর ২৫ লাখ শিক্ষিত তরুণ-তরুণী কর্মজীবনে প্রবেশ করছে।

তাদের দক্ষতা ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। আমরা ৫ মাসের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করছি। এ কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বিভাগের ১ হাজার ১৯০ জন নারী উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হবে। আমরা ইতিমধ্যে ২৫ হাজার ১২৫ জন নারী উদ্যোক্তা তৈরি করেছি। উপজেলা পর্যায়ে জয় সেট সেন্টার, জেলা পর্যায়ে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার ও বিভাগীয় পর্যায়ে হাইটেক পার্ক নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এরোমা দত্ত, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানসহ অন্যরা। এরপরে জেন্ডারভিত্তিক ডিজিটাল ডিভাইড কমিয়ে আনতে আইসিটি বিভাগের অধীন ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ১৯টি উপজেলায় ১ হাজার ১৯০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0036311149597168