ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নফাঁসে জড়িত শিক্ষকদের শাস্তি পাওয়ার খবরগুলোর অধিক প্রচার চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
ওই সভায় অধিদপ্তরের ডিজি অধ্যাপক নেহাল আহমেদসহ সবাই একমত হন যে, প্রশ্নফাঁসে জড়িত যে কেউ রেহাই পায় না, তা সকলের জানা দরকার। এর ফলে যেসব শিক্ষক এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা এটি থেকে সরে আসবেন। আর শাস্তির ভয়ে নতুন করে কেউ প্রশ্নফাঁসে জড়িত হওয়ার সাহস পাবে না।
এজন্য শিক্ষার সব স্তরের দপ্তরসহ শিক্ষকদের ফোরামগুলোতে এ নিয়ে আলোচনার পরামর্শ অধিদপ্তরের। একই সঙ্গে প্রশ্নফাঁস নিয়ে যেসব সাংবাদিক খবর প্রকাশ করতে চান তাদের দ্রুততম সময়ে তথ্য নিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্টদের বলে দেয়া হয়।
প্রসঙ্গত, নতুন শিক্ষাক্রমের এবার সেসব শ্রেণিতে পাঠদান করা হচ্ছে সেগুলোর ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার আগের রাতেই ছড়িয়ে পড়ে। এ কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বেশ কিছু মাধ্যমিক স্তুরের শিক্ষককে শাস্তি দেয়া হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।