রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঈদের প্রধান জামাতের জন্য ইতিমধ্যেই সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে, সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের জামাতে শরিক হতে পারবেন। এছাoাও অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করে থাকেন। ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান কারি হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে রাজধানীর মিরপুর দরবার শরিফে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। দরবার শরিফের প্রতিষ্ঠাতা ইমামুল আশেকীন শায়েখুল আকবার ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী এই জামাতে ঈদের নামাজ আদায় করবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।