প্রাইভেট মেডিক্যালে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ফের আবেদন গ্রহণ শুরু - দৈনিকশিক্ষা

প্রাইভেট মেডিক্যালে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ফের আবেদন গ্রহণ শুরু

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তিতে এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন ফাঁকা থাকা সাপেক্ষে পুনরায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর মধ্যে বিদেশি শিক্ষার্থীদের কোটায় প্রায় ৩২৬টি এবং সবমিলিয়ে মোট ৭৩১টি আসন ফাঁকা রয়েছে দাবি মেডিক্যাল কলেজগুলোর।   

এর আগে গত ১০ সেপ্টেম্বর বেসরকারি মেডিক্যাল কলেজ মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) বিদেশি শিক্ষার্থীদের জন্য পুনরায় ভর্তির সুযোগ দিতে ভর্তির পোর্টাল উন্মুক্ত করার আবেদন জানায়। বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন খান এবং সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক যৌথ চিঠিতে এ দাবি জানানো হয়েছিল।

এ বছর ভর্তি শুরুর পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভুটান, পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকে বিদেশি  ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। বর্তমানে দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোয় ভর্তির ক্ষেত্রে মোট আসনের ৪৫ শতাংশ কোটা বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে। তবে এসব আসনে বিদেশি কোনো শিক্ষার্থী না পাওয়া গেলে ভর্তির সুযোগ থাকে দেশীয় শিক্ষার্থীদের।

অধিদপ্তরের তথ্য বলছে, দেশের ৬৬টি বেসরকারি মেডিক্যাল কলেজে মোট আসন রয়েছে ৬ হাজার ২০৮টি। এই আসনগুলোর মধ্যে দেশী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত আসন (দরিদ্র কোটাসহ) ৩ হাজার ৬৫৭টি। এ ছাড়াও বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত আসন ২ হাজার ৫৫১টি। 

চলতি বছর নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অটোমেশন পদ্ধতিতে মেধাক্রম অনুযায়ী দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা। ফলে অর্থের মানদণ্ডের পরিবর্তে মেধার ভিত্তিতে বেসরকারি মেডিক্যালে ভর্তি হতে পারছেন শিক্ষার্থীরা। এবারই প্রথম স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্ধারিত ১৯ লাখ ৪৪ হাজার টাকায় ভর্তি হবেন শিক্ষার্থীরা। 

এর আগে দেশে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে অটোমেশন পদ্ধতি চালু থাকলেও বেসরকারি কলেজগুলোতে মেধার চেয়ে অর্থের মানদণ্ডে যারা এগিয়ে থাকতেন, তারাই ভর্তির সুযোগ পেতেন। অটোমেশন পদ্ধতিতে মেধাতালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে একটি কলেজে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। এতে মেধাবীরা মেডিক্যাল কলেজে ভর্তির অগ্রাধিকার পাবেন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0065310001373291