প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সময় ৮ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আরো ১০ দিন বেড়েছে। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরসনকল্পে তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের সময়সীমা অপরিবর্তিত রেখে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আগের নির্ধারিত সময়সীমা পরিবর্তন করে ৮ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দশ দিন যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করা হয়েছে। এমন অবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।