দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তিনটি বিভাগের ২২টি জেলার প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিলো। এতে প্রার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তুহিন দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।
তিনি আরো জানান, মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
জানা গেছে, ২০২৩ খ্রিষ্টাব্দের ২০ মার্চ এ তিন বিভাগের শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBEকরতে ক্লিক করুন।