দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ৩য় ধাপের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। চলবে ১১ টা পর্যন্ত। ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আওতাধীন জেলাসমূহে পরীক্ষা হবে। ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি ও দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২৪ মার্চ অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি বিধান
এছাড়াও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অসদুপায় রোধে আইআইসিটি, বুয়েট এর সহযোগিতায় উদ্ভাবিত যন্ত্র "সুরক্ষা” পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করে ডিভাইস শনাক্তকরণ করা হবে। ডিভাইসসহ কেউ ধরা পড়লে তাকে আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর নিকট সোপর্দ করা হবে। অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাবার কোন প্রকার সুযোগ নেই। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।