দৈনিকশিক্ষা প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পায়নি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি কুড়িগ্রাম- ৪ আসনের থেকে দুইবার সংসদ সদস্য (এমপি) ছিলেন। এবার এই আসনে মনোনয়ন পেয়েছেন বিপ্লব হাসান।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরো পড়ুন : প্রতিমন্ত্রীকে ফের মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর দারস্থ নেতারা
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের কথা বলে শত শত কোটি ঘুষ বাবদ টাকা হাতিয়ে নেয়া ও মাদক সেবনের অভিযোগ তুলেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। একইসঙ্গে তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছিলেন তারা। স্থানীয় আওয়ামী লীগ নেতারা মো. জাকির হোসেনকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না দিতে তারা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারস্থ হয়েছিলেন। গত ২২ নভেম্বর ওই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ১৬ জন আওয়ামী লীগ নেতা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী বরাবর পাঠানো লিখিত আবেদনে গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফের এমপি নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ার অনুরোধ জানিয়েছিলেন।
২০০৮ খ্রিষ্টাব্দে কুড়িগ্রাম- ৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন মো. জাকির হোসেন। তিনি নবম জাতীয় সংসদে শ্রম, জনশক্তি ও কর্মসংস্থান এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। পরে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।