হাটহাজারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মবহির্ভূতভাবে বদলি ঠেকাতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০০৮ খ্রিষ্টাব্দে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এলাকার সন্তানদের সরকারি চাকরির বিষয়টি চিন্তা করে উপজেলায় বহিরাগত প্রাথমিক শিক্ষকের অনুপ্রবেশ বন্ধ করে দেন স্থানীয় সংসদ সদস্য। এর মধ্যেও ২০০৮-২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাত্র ৪০০ জনের প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয়।
কিন্তু এই সময়ের মধ্যেও কিছু কিছু শিক্ষক বাইরে থেকে নিয়মবহির্ভূতভাবে উপজেলায় বদলি হয়ে আসছেন। বহিরাগত কোটা ১০ শতাংশ। কিন্তু এ উপজেলায় বর্তমানে ২০ শতাংশের ওপর বহিরাগত শিক্ষক কর্মরত রয়েছেন। ২০ শতাংশের ওপরে বহিরাগত শিক্ষক থাকা সত্ত্বেও দায়িত্বশীল কর্তৃপক্ষ বাইরের শিক্ষক অনুপ্রবেশের অনুমোদন দিচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, বিষয়টি আসলে আমরা অবগত ছিলাম না। এ ব্যাপারে আমরা শিক্ষা অধিদপ্তরের মতামত চেয়েছি। শিক্ষা অধিদপ্তরের মতামত পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. রাকিবুল ইসলাম, জাবেদ, অমৃত লাল দে, মো. এমদাদুল্লাহ, ব্যারিস্টার মো. আশরাফ উদ্দিন, মো. নাজিম উদ্দিন, আবু বক্কর ও মো. আলাউদ্দিন মানিক প্রমুখ।