প্রাথমিক শিক্ষকদের থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাস মর্যাদা প্রাপ্তির লক্ষ্যে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সচিব, উপদেষ্টাসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
শনিবার সকালে ঢাকার সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আছমা খানমের সভাপতিত্বে চতুর্থ বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট মো. সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১০ম গ্রেড থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসের মর্যাদা উন্নীত হওয়ার দাবি জানাচ্ছি। এ দাবি সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠা করবে।
সহকারী শিক্ষক, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এ মর্যাদার লড়াইয়ে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান তিনি। সব শিক্ষক সংগঠনকে মতভেদ ভুলে একযোগে কাজ করারও অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড, প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড, সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে নিয়ে যাওয়াসহ শিশুবান্ধব বিদ্যালয়ের সময়সূচি দুপুর ২টা পর্যন্ত করা প্রয়োজন।
এ সময় আরো বক্তব্য দেন মাহবুবুর রহমান মাইকেল, বোরহানউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, আল আমিন, কামাল উদ্দিন খান, ইউনুস আলী, রুহুল আমিন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, তাহমিনা প্রমুখ।