দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের কৌশলগত উদ্দেশগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্বজনীন, একীভূত ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, উপানুষ্ঠানিক শিক্ষা সম্প্রসারণ ও নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভাপতি ও প্রতিমন্ত্রী ছাড়াও কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির, মো. আবুল কালাম, এস এম শাহজাদা, এইচ এম বদিউজ্জামান, নিলুফার আনজুম এবং গোলাম সরোয়ার টুকু বৈঠকে অংশগ্রহণ করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মুহা. শফিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, বৈঠকে প্রতিমন্ত্রী রুমানা আলী নবনির্বাচিত কমিটির সভাপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কমিটিকে জানানো হয়।
বৈঠকের শুরুতে ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যরা, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সব শহীদদের রূহের মাগফেরাত কামনা করে ও তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।
সভায়, নির্বাচনী ইশতেহার, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং স্মার্ট বাংলাদেশ রূপকল্প-২০৪১ ইত্যাদি অগ্রাধিকারগুলোরর সফল বাস্তবায়নে জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে মন্ত্রণালয়ের নিবিড় সম্পর্ক বজায় রেখে স্থায়ী কমিটির কাজকে আরো গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।