আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ বন্ধ করে দেবেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোকে দিতে চান তিনি। মঙ্গলবার (১৩ আগস্ট) শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মাস্ক ও ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রচার হয়। এ সময় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়ে আমার প্রথম কাজই হবে কেন্দ্রীয় শিক্ষা বিভাগ বিলুপ্ত করে দেওয়া। এরপর শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোকে দেব।’
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে। শিক্ষা বিভাগ বিলুপ্ত করা হলে অনেক সুবিধা পাওয়া যাবে।’
সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। বাইডেন ক্ষমতায় না থাকলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাত না বলে দাবি করেন ট্রাম্প। এ ছাড়া আরও কিছু বিষয়ে বক্তব্য দেন সাবেক এই প্রেসিডেন্ট।