দৈনিক শিক্ষাডটকম, ফরিদপুর : সংসদ সদস্য এ. কে. আজাদ বলেছেন, অর্থাভাবে কোনো ছেলে-মেয়ের লেখাপড়া যেনো বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফরিদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে। বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকালে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ক্রিকেট চ্যাম্পিয়ন টিম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান।
পরে শহরতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন এবং কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এ. কে. আজাদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. সুবল চন্দ সাহা, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান মুরাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক গোপাল চন্দু বিশ্বাস, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী মিনার, খন্দকার শাহীন, মাজেদ মিয়া, যুব মহিলা লীগের আহ্বায়ক অয়নিকা চৌধুরী, মো. তামজিদ প্রমুখ।