বিখ্যাত রুশ ঔপন্যাসিক ও ছোটগল্পকার ফিওদর দস্তইয়েভ্স্কির জন্মদিন আজ। তিনি একাধিক দার্শনিক ও লেখকদের দ্বারা প্রভাবিত, তন্মধ্যে রয়েছেন পুশকিন, গোগল, অগাস্তিন, শেকসপিয়ার, ডিকেন্স, বালজাক, লের্মন্তফ, হুগো, পো, প্লেটো, থের্ভান্তেস, হের্জেন, কান্ট, বেলিন্স্কি, হেগেল, শিলার, সলোভিয়ভ, বাকুনিক, স্যান্ড, হফম্যান ও মিকিয়েভিৎজ। তার লেখনী রাশিয়ায় এবং রাশিয়ার বাইরে ব্যাপক হারে পঠিত এবং তার পরবর্তী একাধিক লেখককে প্রভাবিত করেছে, তন্মধ্যে রয়েছেন রুশ লেখক আলেকসান্দ্র সলঝেনিৎসিন ও আন্তন চেখভ এবং দার্শনিক ফ্রিডরিখ নিৎশে, জঁ-পল সার্ত্র্। তার বইগুলি ১৭০টির অধিক ভাষায় অনূদিত হয়েছে।
ফিওদোর দস্তয়েভ্স্কি ১৮২১ খ্রিষ্টাব্দের এই দিনে রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন। তার পিতা ডক্টর মিখাইল দস্তয়েভ্স্কি ও মাতা মারিয়া দস্তয়েভ্স্কায়া (জন্মনাম: নেচায়েভা)। ফিওদোর দরিদ্রদের জন্য নির্মিত মারিন্স্কি হাসপাতাল এলাকায় তার পারিবারিক বাড়িতে বেড়ে ওঠেন, এটি ছিলো মস্কোর সীমান্তবর্তী নিম্নবিত্ত শ্রেণির জেলা। হাসপাতালের মাঠে খেলার সময় হাসপাতালে আগন্তুক রোগীদের সঙ্গে তার সাক্ষাৎ হতো, যারা ছিলো রুশ সামাজিক স্তরের সর্বনিম্ন শ্রেণির জনগণ।
দস্তয়েভ্স্কি শৈশবেই সাহিত্যের সঙ্গে পরিচিত হন।
তিন বছর বয়স থেকে তার দাত্রী আলেনা ফ্রোলভ্না তাকে বীরত্বপূর্ণ গাঁথা, রূপকথার গল্প ও কিংবদন্তির গল্প পড়ে শুনাতেন। আলেনা তার লালনপালন ও কল্পকাহিনির প্রতি ভালোবাসা অর্জনে প্রভাব রেখেছিলেন। তার যখন চার বছর বয়স তার মাতা তাকে পড়া ও লেখা শিক্ষা দিতে বাইবেল ব্যবহার করতেন। তার পিতামাতা তাকে বিপুল পরিমাণ সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন, তন্মধ্যে রয়েছে রুশ লেখক কারামজিন, আলেক্সান্দ্র পুশকিন, ও দেরঝাভিন; গথিক কল্পকাহিনি যেমন অ্যান র্যাডক্লিফ; শিলার ও গ্যোটের প্রণয়ধর্মী কর্মসমূহ; সের্ভান্তিস ও ওয়াল্টার স্কটের বীরত্বপূর্ণ গাঁথা; এবং হোমারের মহাকাব্য।
১৮৪৫ খ্রিষ্টাব্দের মে মাসে তিনি তার প্রথম উপন্যাস পুওর ফোক লেখা শেষ করেন। এই উপন্যাসের মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে পুরোপুরি প্রবেশ এবং সমালোচকরা তাকে গোগলের যোগ্য উত্তরসূরী হিসেবে অভিহিত করেন।
ফিওদোর দস্তয়েভ্স্কি ১৮৮১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি সেন্টপিটার্সবার্গে পরলোকগমন করেন।